মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

সাজানো বাগানের পরের স্টপ

সাজানো বাগানের পরের স্টপ
উৎসর্গ : প্রবাল দাশগুপ্ত
 
নেশাগ্রস্তের মাথা ঝুঁকিয়ে জয়াধানের রুদ্ধদ্বার শিস ছেড়ে
মাঙ্গলিক সাজসজ্জায় উড়ছে প্রজাপতির ভাবুক ঝাঁক
ভালোবেসে বিয়ে করবে বলে একজোড়া খুন্তেবকের আকাশে
রাগতস্বরে আরম্ভ হয়ে গেছে অর্ধস্ফূট বৃষ্টি
আর মৃগেল গৃহবধূর সঙ্গে ভাসমান দীর্ঘদেহী কালবোসের ঘাটে
নীরবতা পালন করছে কুলাঙ্গার-অধ্যূষিত মহাশ্মশান
লাগোয়া রুগ্নকরুণ বাতাসে মোড়া সংশয়াচ্ছন্ন ষাঁড় -- ভদ্র বিনয়ী
মাধবীকঙ্কণ বাগানের পরেই এই ইকেবানা বাসস্টপ
দক্ষিণেশ্বর মন্দিরে মুলো হাতে কয়েক দশকের কিউ ভেঙে
প্রেম আর মারামারিতে তফাত ধোঁয়াটে হয়ে আসছে
খাঁটিসত্য কঠিনসত্য রূঢ়সত্য গভীরতম সত্যের ভুলভুলাইয়ায়
আলোকপ্রাপ্তির ফুয়েল সারচার্য আগেই বাড়িয়েছে মিষ্টভাষী ঝিঁঝি
তখন সবে-দাড়িগোঁফ তরুণরা রোদ্দুরে দাঁড়িয়ে ঘাম শুকোচ্ছিল
ভেতরে ভেতরে নিভছিল তুষবুকের অনির্ণেয় পূর্ণিমা
২৩ এপ্রিল ১৯৯৮

ছবিতে থাকতে পারে: Aloke Goswami, চশমা এবং দাড়ি
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন