মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

গপ-শপ

গপ-শপ
উৎসর্গ : অঞ্জন ঘোষরায়
 
একদিন না, কাকেদের সড়গড় ভাষায় দেখলুম
সরকারি প্যানেলভূক্ত মড়াগুলো আমায় চিবিয়ে খাচ্ছে
দাঁতগুলো খণ্ডে-খণ্ডে প্রকাশিত বত্রিশ ভল্যুম মেঘ
চেহারা দেখে মনে হল সব বাসি বিয়ের টাটকা বর
ব্যাঙের ডিমে তা দিতে মগ্ন বগিথালা-ছাপ পদ্মপাতায়
যারা হাই তুলে-তুলে অফিসঘরের হাওয়া পালটায়
কথাটা এতো সহজ যে বলে বোঝাতে পারব না অবশ্যি
এখানে একটা মেটাফর ঢুকিয়ে ব্যাপারটা খোলসা করা যায়
টেকোদের ব্রোঞ্জমূর্তি মরে যেতে চায় অথচ উপায় নেই
রাতের সঙ্গে ঘুষোঘুষির পর রক্তশূন্য সকাল বেলায়
পালাবদল না-হওয়া অব্দি ভুগতে থাকা অমরত্বের কলঙ্কে
প্রদূষিত পরিবেশ দিয়ে সুনির্মিত অহংকারের ছাইপাঁশে
হাউ-হাউ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয় মা-মরা রাস্তায়
যেন ঘড়ি থেকে মুহূর্ত সরিয়ে ফেলতে গিয়ে ধরা পড়েছে

ছবিতে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি, দাড়ি এবং ক্লোজআপ
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন