মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

অ আ ক খ

অ আ ক খ
উৎসর্গ : সত্যপ্রিয় মুখোপাধ্যায়
 
খোসের নতুন গোলাপি চামড়া-মোড়া শোষ মোগলের রাজটোপর
একমুঠো বাতাসে পাঁচ-ছটা হাত ঝুঁকিয়ে কলাগাছ শিস দিয়ে ডেকেছে
কুকুর-শোঁকা কাঁকরপথের দাঙ্গা
পতনগণকের টিয়ার ঠোঁটে
চোখ-জুড়োনো মরুভূমিতে বিনোবার গনগনে হাড়
.
আস্তিনে গোটানো আধফোঁকা বিড়ির সঙ্গে স্তম্ভিত আত্মার গোঙানি
প্রার্থনাকে পালটেছে ভজনগানে
একটু-একটু করে চিবিয়ে খাওয়া আতপস্নানের গামছে
আয়না কাঁচের টুকরো বিঁধেছে খাবার নলিপথে
নিখিল - নিখিল অ আ ক খ
.
গুজরাতি নারীর বান্ধনি উড়ুনির অপ্রকাশিত জাহাজে ভেসেছে
ভ্রূণরসে চোবানো শহর
খুঁজে পাওয়া গেছে রক্তে বাঁ হাত আড়াল-করা প্রদীপে
সূর্য-ঠাশা ময়ূরপেখম-মুকুট মাথায় ঘাসমূল সন্ত
জীবন উৎসর্গ করেছেন বুলবুল পাখির ডিমের সবুজ ফুটকি সংগ্রহে
.
ধ্রুপদিগানে কোকিলের মুখবিকৃতি হচ্ছে না বলে
আলোর ইঁটে তৈরি আমিশাষী ফুলের হাঁ-মুখে পাল তুলেছে ছায়াপথ
যার দুধারে পিটিয়ে-লাশ করা দান্তে আর ভারজিলের খড়িফোটা নিসর্গ
ঝিনুক শিকারীর শীতশীতল হাতে
মেঘের জেলখানা থেকে ছাড়িয়ে-আনা মূল্যচ্যূত বৃষ্টি ।
১৭ অক্টোবর ১৯৯৩

ছবিতে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন