মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

উনি

 

উনি


কাছাকাছি এসে পড়েছেন উনি, যাকে লোকে বলে অত্যন্ত নিকট

আমরা তাই বুড়ো-বুড়ি ষড় করে খেয়ে নিচ্ছি যা-কিছু বারণ

বুড়ির রক্তে শর্করা-ছোকারারা বেপরোয়া নেচেই চলেছে

পেচ্ছাপে চিনি পেয়ে শুঁড় উঁচিয়ে দল বাঁধে পিঁপড়ে-বিনুনি

হাঁটুর কোমরের হাড়ে ব্যথা যখন-তখন গোঁৎ খায়

বুড়ি খেয়ে নিচ্ছে আতা লিচু আম সবেদা আনারস

ব্ল্যাক ফরেস্ট আইসক্রিম সুইট ডিশ লাঞ্চ ও ডিনারে 

আলুদ্দম ডিমের ডালনা বিউলির মৌরি-বাটা ডাল

আমার হৃদয়ের অলিগলি জুড়ে ক্বাথমাখা যত্তো মাস্তান

ফুসফুসে ডিজেলের কৃষ্ণ তো কোন ছার রাধাও কালো

খেয়ে নিচ্ছি ঘিয়ে ভাজা আলুর পরোটা , ফাস্টফুড,

কলিজা, নেহারি, চিংড়ি, কেক, পেস্ট্রি, পুডিং, সমোসা

শৈশবে যা-কিছু খাইনি বা খেতে পাইনি আমরা দুজন

এখন তা খেয়ে নিচ্ছি দ্বিধাহীন যথেচ্ছ মিটিয়ে আশ 

জানি উনি প্র্যাকটিস করছেন আমাদের টার্গেট করে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন