মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

ম্যাডেলিন করিয়েট-এর জন্য প্রেমের কবিতা

খামে-ভরা তোমার স্মৃতিটুকু ভাসানের জগঝম্প ভিড়ে 
জুহুর সমুদ্রের ঢেউয়ে শেষ চুমু খেয়ে 
বিসর্জন দিয়েলুম ম্যাডি, ম্যাডেলিন করিয়েট--
তিরিশ বছরের বেশি অফিসের কলিগেরা
খামের ভেতরের স্মৃতি দেখে, যা যা বলেছি ওনাদের
বিশ্বাস করেছে নির্দ্বিধায়, হা-হা, হা-হা, ম্যাডেলিন
বাঘিনীর লোম মনে করে হাতে নিয়ে গালে চেপে
মাথার ওপরে ভবিষ্যৎ উন্নত করবে বলে ঠেকিয়েছে
ভেবে দ্যাখো ম্যাডেলিন, কত্তোজনের সমাদর পেলো
গোলাপি তুলোট যোনি থেকে সংগ্রহ করা
সোনালি ঘুঙুরালি বালগুলো, জয় হোক, জয় হোক,
তোমার অক্লান্ত প্রেমের, নেশালগ্নে নিশিসঙ্গমের
সিংহের বাঘের টিকটিকি কুমিরের দৈব আঙ্গিকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন