মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

আলোচকদের জন্য প্রেমের কবিতা

যা ইচ্ছা লিখুন আপনারা, গালমন্দ, খিল্লি, খিস্তোনি
আমি চাই শুধু, ব্যাস, লেখা হোক, কিছু লেখা হোক
লিখে যান, আশ মেটান, কিছুটা কুখ্যাতির অংশ
বিলিয়ে তো যাই, নিন, নিন, হাত পাতুন, নতুবা মাথাটা
কলমে বা কমপিউটারে ঝেড়ে দিন সুযোগ পেলেই
আমি জানতে চাইব না, কে আপনার বাবা ছিল
কে ছিল পাথরে বীর্য থেকে জন্মানো দুর্বাসার কাগুজে বিদ্বান
পঞ্চাশ বছরের বেশি লিখে তো যাচ্ছেন
এখন আপনরা, তার আগে আপনার বাবারা মেসোরা
এভাবে চলুক যতো যুগ আপনারা চালিয়ে যাবেন
আরও পঞ্চাশ, আরও একশো, আরও কয়েকশো বছর
কবিতা যখন আপনার বংশে আর কেউ পড়বে না
তবুও আপনার বংশধরেরা আমাকে বাঁচিয়ে রাখবেন
খিস্তিয়ে, গালমন্দ করে, খিল্লি উড়িয়ে
ব্যাস, আমি চাই, চলতে থাকুক চলতে থাকুক চলতে থাকুক
জোকারপুঙ্গবদের রঙ্গতামাশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন