মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

সেতারা মাহবুব-এর জন্য প্রেমের কবিতা

 উত্তর-সত্যের গূঢ় জগতসংসারে
শুভ-অশুভের বাইরে গোপন সুড়ঙ্গ এই প্রেমের কবিতা--
প্রেম? , প্রেম তো খুনোখুনি যুদ্ধ হানাহানি রক্তপাত ; 
প্রেমের কবিতা চুপিসাড়ে সরকারি নথিপত্র ছাড়া পার হয়
এ-সুড়ঙ্গে ধর্মের চাপাতি-ত্রিশুলধারীরা সব মরে পড়ে আছে
এ-সুড়ঙ্গে মতাদর্শের একনায়কেরা কখনও ঢুকতে পারে না
এ-সুড়ঙ্গে নিকৃষ্ট পোশাক পরে হাঁটে না ক্যাটওয়াকের পেত্নীরা 
এ-সুড়ঙ্গে আমাদের অনুপস্হিতি হাত ধরাধরি করে এপার-ওপার প্রতিরাতে
সীমার কাঁটাতার চেকপোস্ট এপারে-ওপার ঘুষ এ-সুড়ঙ্গে নেই; প্রেমের কবিতা
রান্নাঘরে গিয়ে ফিসফিসে কন্ঠে ডেকে বলবে তোমাকে, "সেতারা মাহবুব,
চলো, কেনই বা আমরা দুজনে এই তাচ্ছল্যঠাশা পৃথিবীর মনোরঞ্জনে
জীবন নষ্ট করি ?" প্রভাবিত হওয়া কি আতঙ্কজনক, ওয়েদিপাউসের 
ভুত এসে ঘাড়ে চেপে বলবে কি ইন্দ্রিয়ের বিলাসিতা থেকে 
বোধবুদ্ধি নির্বাসন দাও, বলো, বলো, সেতারা মাহবুব, কী রেঁধেছ ?
তোমাদের দেশে যাইনি কখনও, তাই, এখন সহজে,কবিতার সুড়ঙ্গ দিয়ে
পৌঁছে দেখছি, রেঁধেছ আমার জন্য, মূলা দিয়ে দেশি কইমাছ, 
পাঙাশ মাছের ঝোল, চিংড়ি করলা দিয়ে, পাবদা-বেগুন,
ইলিশ-খিচুড়ি, চাপিলা মাছের ফ্রাই, লটে মাছের ঝুরো, কাচকি-টোম্যাটো,
এতো পদ আমার জন্য তুমি রাঁধো, খেতে তো ডাকোনি কোনোদিন--
আমি তাকালেও, তুমি তো আমার দিকে চেয়েও দ্যাখোনি,
তোমার বাড়ির পথ ভুলে যাই, দেখি ফুটপাথ জুড়ে, কুয়াশা বিক্রি হয়--
গলিগুলো সরু থেকে আরও সরু , রাস্তায় থামের আলো
সন্ধ্যা হলে নিজের ছায়া নিয়ে পাক খায়, উত্তর-সত্যের পৃথিবীতে
চলে এসো চুপচাপ, সেতারা মাহবুব, প্রতিটি মহাকাব্যে এভাবেই
দু'জনের পালাবার গল্প লেখা আছে, ট্রয়ের জাহাজ ভেসে যাক, দেখা যাবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন