মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চুড়ি-টিপের মৃত্যু

 

চুড়ি-টিপের মৃত্যু

আররে শামিম ! তুই এই বাস-টারমিনাসে !

আব্বু-আম্মি আর বাড়ির সকলে কেমন আছেন পাটনায় ?

আমরা তো বছর দশেক হলো পাকিস্তানে চলে গেছি, বলল শামিম ।

পাকিস্তান ? কেউ তো বলেনি । আমিও বছর তিরিশ হল যাইনি পাটনায়।

আব্বুর তো চুড়ি-টিপ-আলতার দোকান ছিল, তোদের বাড়ির পাশে--

ক্রমশ খদ্দের আসা বন্ধ হয়ে গেল

যদিও মেয়েদের হাতে মাপ দেখে আম্মিই চুড়ি পরাতেন 

তুই তো জানিস, হিন্দু বিবি-বেটিরাই আমাদের দোকানে আসতো

এখন আর কেউই আসে না

আমরা তো মুসলমান, ওরা আসা বন্ধ করে দিলো

কীই বা করা যাবে, বল, আমি এসেছি ফুফাদের নিয়ে যেতে

ওদেরও চুড়ি-টিপ-চুনরির দোকান ছিল, জানিস তো তুই

পাকিস্তানে গিয়ে যে সুখে আছি, তা কিন্তু নয়

ওখানেও আমাদের ভিখারির দশা

কেউই ওদেশে চুড়ি-টিপ-আলতা পরে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন