পারিজাত
নরম তোষকে পা ছড়িয়ে বসেছিলে তুমি, বালিশে হেলান দিয়ে
দামি আলোয়ানে ঢেকে রেখেছিলে পা পর্যন্ত
বললে, “আপনার কুখ্যাতি সৌম্যকান্তি করে তুলেছে আপনাকে”
এরকম কথা শুনে বিব্রত বোধ করেছিলুম, মনে আছে
তোমার সামনের ইরানি জাজিমে বসেছিলুম আমরা কয়জন
তোমার আত্মীয়কে ডেকে আমাদের দিয়েছিলে নেপালি পানীয়
গম থেকে তৈরি মদ, কাঁসার বাটি করে, সঙ্গে মোষের মাংস
বলেছিলুম, “তুমি ক্লিওপেট্রার মতো বসে আছো, তেমনই গর্বিনী”
বলেছিলুম, “তোমাকে দেখে সোয়ান লেকের ব্যালেরিনার কথা মনে পড়ে গেল”
চাদর সরিয়ে তুমি শৈশবে পোলিও আক্রান্ত পা-দুটি দেখিয়েছিলে
কতো সুন্দর লেগেছিল তোমার ওই দুইখানা পা, পারিজাত,
তোমার সাহসকে প্রণাম জানিয়েছিলুম
প্রতিষ্ঠানবিরোধী নেপালি কবিতার সম্রাজ্ঞী তুমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন