প্রেমিকার মৃত্যু
মলয় রায়চৌধুরী
পা থেকে মাথা ওব্দি খিঁচুনি তুলে মারা গেলেন উনি
নামকরা কবি, ওনার কবিতা শুনতে কতো যে লোকজন জড়ো হতো
মারা গেলেন আজকে সকালে একা, এক্কেবারে একা
বউ-ছেলে-মেয়ে বন্ধুবান্ধব শিষ্য কেউই ছিল না পাশে
মরবার সময়ে কি আশেপাশে আত্মীয়স্বজন কিংবা অন্তত
ছুটে এসে মুখে জল দিতে পারে এমনই কাউকে তো চাই
অথচ কেউই ছিল না, নামকরা কবি
মরার সময়ে এক তরুণীর মুখ উঁকি দিয়েছিল
যাকে উদ্দেশ্য করে সমস্ত প্রেমের কবিতা লিখে গিয়েছেন
.
কবি নয়, কবির প্রেমিকার মৃত্যু হলো
কবি তো নামকরা, ছাত্র-শিক্ষদের ক্লাসে আর
পরীক্ষা-খাতায় বহুকাল বেঁচে থাকবেন
প্রেমিকাকে তারা মনে রাখবে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন