শুধু কবিতার জন্য
সখা হে, শুধু কবিতার জন্য
হাতে হাতকড়া কোমরে দড়ি বাঁধা হেঁটেছি রাজপথে
সখা হে, শুধু কবিতার জন্য
হাতে হাতকড়া কোমরে দড়ি উঠেছি লকাপে
সখা হে, শুধু কবিতার জন্য
বাবার আলমারি ভাঙচুর করে দাদুর ফোটো ছিঁড়েছে পুলিশ
সখা হে, শুধু কবিতার জন্য
মায়ের তোরঙ্গ ভেঙে বিয়ের বেনারসি ছিঁড়েছে পুলিশ
সখা হে, শুধু কবিতার জন্য
লড়ে গেছি, মাথা পেতে নিইনি কারাদণ্ডের আদেশ
সখা হে, শুধু কবিতার জন্য
পঁয়ত্রিশ মাস কাটিয়েছি আধপেটা একই পোশাকে চান করিনি
সখা হে, শুধু কবিতার জন্য
পঁয়ত্রিশ মাস মাথা গোঁজার ঠাঁই খুঁজেছি কলকাতায়
সখা হে, শুধু কবিতার জন্য
একক বেঁচে থাকার আহ্লাদই জন্নত স্বর্গ হেভেন যাই বলো
সখা হে, শুধু কবিতার জন্য
বেপরোয়া লিখেছি যখন যেমন ইচ্ছে কাউকে পরোয়া করিনি
সখা হে, শুধু কবিতার জন্য
দলহীন স্তাবকহীন মলয় রায়চৌধুরী হতে সবাই পারে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন