ছাই
চিতার ওপরে পা ছড়িয়ে উঠে বসতে বাধ্য হলুম
বগলে জমে থাকা সারা জীবনের রোদগুলো চুলকোচ্ছিল
কুঁচকিতে আশ্রয় দিয়েছিলুম পূর্ণিমাকে,
শেষে ঢুকে গেছে প্রোস্টেটে বলছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
বৌদ্ধধর্ম কাৎ মেরে ভিয়েতনামে সাম্যবাদে পালটে গেলে
চিতার ওপরে উপুড় হয়ে শুয়ে পড়লুম
বড্ডো দেরি করে হিন্দু পুরুতগুলো
টিকি থেকে কজনই বা আগুন তৈরি করেছে
জঠরাগ্নি
নৌকোয় চাপিয়ে দেয়া হয়েছে চিতাগুলো
ভাসবে আকাশের কোথাও দলবেঁধে স্লোগান দেবে
ওনার সঙ্গে তিব্বতে চৌ অ্যাণ্ড লাইয়ের কবলে
মণিপদ্ম
কোলোম্বাসের মতন দিকমূর্খ হওয়া চিতাদের জরুরি
অনেক মাথা কেটে অ্যাজকটেক পিরামিড গড়েছিলুম
করোটি
অমর কেই বা হতে চেয়েছিল
সব ছাই ছাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন