বখতিয়ারের ঘোড়ার বংশধর
বিহারশরিফে পৌঁছে দেখি বাস নেই ট্যাক্সি নেই
অগত্যা এক্কাগাড়িঅলাকে বলি
আরে টাঙ্গা, যাবি নাকি ?
তোর ঘোড়াকে খেতে দিস না ? এমন হাড়গিলে ? নাম কী তোর ?
আমার নাম মিনহাজ হুজুর বলল এক্কাগাড়িঅলা ।
হাত দুটো লম্বাটে, এরকম বেঁটে কেন তুই ?
ছোটাস কেমন করে গাড়ি ?
হুজুর জমানা পহেলে বখতিয়ার খলজি নামে তুর্কি এক লুটেরার সেনারা
এ-তল্লাটে এসে ঘরবাড়ি জ্বালিয়ে মেয়ে-বউদের ইজ্জত লুটেছিল
আমি সেই তাদের ঔরসের পয়দায়িশ--
আর হুজুর এটা ঘোড়া নয়, এটা তো খচ্চর
বখতিয়ারের ঘোড়ারাও এখানকার ঘোড়িদের ইজ্জত লুটেছিল
এই বেজন্মা খচ্চর তাদের ঔরসের পয়দায়িশ
ওরা সব কালা অকছর ভঁয়েস বরাবর ছিল
ন্যাড়ামাথা পড়ুয়ার দল আর হাজার-হাজার বই দেখে
নালান্দায় আগুন লাগিয়ে নেসতানাবুদ করে দিয়েছিল--
চলুন, বসুন, বলুন কোথায় যাবেন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন