মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

আমার ভেতরে নিমাই সন্যাসী চোর-পুলিশ খেলছিল

 

আমার ভেতরে নিমাই সন্যাসী চোর-পুলিশ খেলছিল


ভারি সোনার মোড়কে আমার লাশ, সে-ই আমার সখা

আমার মুখের সোনালী মুখোশ খোলা হয়, লিনেনে প্যাঁচানো 

নুন-মাখানো পা থেকে তিন হাজার বছরের আটক নাচগুলো 

শতশত নদী হয়ে ছড়িয়ে পড়তে লাগলো জগতসংসারে

নদীগুলোকে উড়তে শিখিয়েছিলুম বাষ্প হয়ে ভাসতে

ওরা তো নাকে ছেঁদা করে ঘিলু বের করে নিয়েছিল মরে যাবার পর

ফুসফুস নাড়িভুঁড়ি পাকস্হলী বৃক্ক কিচ্ছু নেই আমি একেবারে ফাঁপা

না, ঠিক ফাঁপা নয়, করোটি থেকে পায়ের ডগা পর্যন্ত বাতাসে ভরপুর

মৃত্যুর আরামে শুয়ে আছি আর সময়ের নদী তৈরি করছি

অথচ আমি আমার মধ্যে নেই নিয়ে গেছে নদীদের ডাকাতদল

আমি খুঁজে মরছি তাদের হেই থামো হেই থামো থামো থামো



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন