মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

তালুতে ওড়ানো চুমু

 

তালুতে ওড়ানো চুমু


শেষ যাত্রা আঁচ করে তালুতে ঠোঁট রেখে ওড়াচ্ছ চুমু নিরুপমা

জানো না বোধহয় ভালোবাসা পেলে শবও প্রাণ ফিরে পায়

কাঁটাতার-ফাটাতার কিচ্ছু মানবো না তোমাকে পাবার জন্য

পাসপোর্ট-ভিসা আর সিআরপিএফ বিডিআর বাধা মানবো না

উঠে বসব, লাফ দিয়ে নামবো শবখাট থেকে জড়াতে তোমাকে

আমার শীতল দেহ তপ্ত হয়ে উঠবে তোমার ভালোবাসা পেয়ে

ভালোবাসা কিচ্ছু মানে না, বয়স-ধর্ম-দেশ-সীমান্ত নিষেধ

তোমার ওড়ানো চুমু আমার হাত দুটো ডানা করে তোলে

তোমাকে নিয়েই উড়বো নিরুপমা, যতোদিন ব্রহ্মাণ্ড আছে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন