মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

ভাঙনের ছায়াগাছ - একটি পোস্টমডার্ন কবিতা

ভাঙনের ছায়াগাছ - একটি পোস্টমডার্ন কবিতা
উৎসর্গ : দীপঙ্কর দত্ত
 
এক
হাজত থেকে ছাড়ান-পাওয়া সেই প্রৌঢ় নদী
নাচছে দুর্গাবোঙার ফরসা কোমর জড়িয়ে শহর-পুরুতের গামছা কাঁধে
তাককা হুরে
আরে হুরে তাককা হুরে
.
ঘি-লাগানো বুকে ঠাণ্ডা-লাশ আয়নার সামনে গৌরবময়
ঠ্যালায় চাপিয়ে মর্গে মদ চোলাইকারী ভূগোলশিক্ষক
তিনিই ব্রোঞ্জের নেতা সবুজ গোঁফ বেড়াল
মেয়েদের হিসিখানায় ছিটকিনি দিয়েছিলেন
.
আমাদের শাশ্বত মজার খড়গাছ
বীজের চারদিকে পাপড়িরা গান গাইতে গাইতে ঝরতে থাকে
ঘেমো নুনের বর্ষাকাল, ভবঘুরে আগুন আঙুলে জড়িয়ে
বাতাসের শায়া-পরা কালচে যুবতী
.
দুই
চিৎকার করতে-করতে পড়ছে জলপ্রপাত চুল
ঢাউসপেট পোয়াতি আপিস বারান্দায় ফাইল হাতে
থ্যাঁতলানো ট্যাক্সিচালক হাওড়া স্টেশনে
সেখানে সাপের ফণা জমা রাখতে হয়
.
আর হ্যাঁ, হে মেয়াদ
ভিজে ঠোঁটে লাফিয়ে উঠেছে সূর্যকিরণ
ঘুমজড়ানো ভুষোপড়া লন্ঠন
লক্ষ্মীপেঁচার ডাকের সঙ্গে মিলেয়ে কিনেছে লটারি
.
মেঝেময় ছড়িয়ে-থাকা গোঙানির টুকরো তুলে
তারা নিজেরা বদলায়নি তবু আদল পালটেছে
হে নাইলন দড়ি বাড়িতে এখন কেউ নেই
কিন্তু বাইরে হাজার দুর্গন্ধে ভাগ-করা শহর
.
তিন
সতেজ ছাতাপড়া সবুজ পাঁউরুটি হাতপাচার হয়ে যায় কুয়াশা
যদিও গান্ধিটুপি-পরা ঢেউরা তীরেই গুটিয়ে যায়
সন্ধের ধস নেমে একাক্কার ভিতু ফুলমল্লিকা
কত শাকের আঁটি বয়ে বেড়ায় পৃথিবী
.
জলের তলায় মিষ্টি তিনি মৃগেলতন্বী
আমাকে বলেছে জীবনের আনন্দ থেকে পালাতে পারবে না
হলদে রঙের হলুদফুল গোলাপি রঙের গোলাপ
জানে না কচি বাতাসের আদর এ-কোন গরাদহীন জেলখানাং
.
রক্তে আলোকিত মিছিল তখন আসল বাস্তব
যেন খোসা ছাড়িয়ে বের করা মানচিত্র
ভাঙাচোরা দমদেয়া খেলনার প্লাসটিক শৈশব
ধাতব কাঁচুলি-পরা ফোমউরু সার্কাসমাদি
.
চার
ছায়াদের দাঁড় করিয়ে লুটমার উৎসবের পোড়া বাসট্রাম
ভেতো দুপুরের ফাঁকা পাড়ায় খ্যাপলাজাল গুটোয় যে-জেলেযুবক
পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নেচে উঠছে ঠোঁঙা
সেই নৌকোকেই ঠেলে নিয়ে গিয়েছিল জোয়ার
.
একরকম পপাণী সঙ্গমকালে জড়িয়ে ধরে
তাদের রুগি নিয়ে ছুটন্ত অ্যামবুলেন্স কুর্নিশ করে
ঝড়কে আমিশাষী শাখা
তা সিঁদুর খেলার আদরভোগ্যা এয়োতি
.
পাঁচ
কচি বালকপাছার নধরমাংস দেবদূত
মাখন-মাখা ব্রয়লার যার শেষ খদ্দের
চলে গেছে তিন বছর আগে তার ব্লাউজে সেফটিপিন-গাঁথা হৃদয়
স্লুইস-দরোজা খুলে আলোর নারী শরীর
.
যে-জীবনে বুকের সামনে উঁচিয়ে অচেনা পিস্তল
তখনই সিঁড়িতে শাদা ছড়ির আওয়াজ তুলে
গামছায় মুখ ঢেকে গাঁওবালিকার কান্না
কেঁপে উঠেছে শিশুর হাত গায়ে ঠেকলে
 
ছবিতে থাকতে পারে: 1 জন, চশমা
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন