খুরে-খুরে গড়’-এর পদ্য
উৎসর্গ : সঙ্ঘমিত্রা ‘বনবিবি’ সেন
হিংমাখা হাতে থ্যাংকিউ লেখা সবুজ গান
নাটুকে ইশারা ট্যারাচোখ ভাসে রূপটানে
রেললাইনের তলপেটে বাঁধা ঘুমের ঝিম
হ্যালোজেন-মাখা টকে-যাওয়া হাসি বীররসে
পাইবেক পাইবেক
.
কাকের কাঁদুনি বোমার বারুদে অলস ডিম
কুমিরের নাকে সন্দেশ খাওয়া স্বপ্নঘোর
সুদিন আনবে দাড়ি কামাবার পুং-রোবোট
সেফটিবেল্টে ধাতবকুমারী বলেছিলেন
হইবেক হইবেক
.
ক্রেজি মাস্তুলে করোটির গোঁফে পাকানো তা
মঞ্চফকির সাপকে গেলায় স্বরহরফ
কষামাংসের দলজ ভোটার বুড়োশকুন
ভেঙে বরফের মোদো-উল্লাসে পথপবন
উড়িবেক উড়িবেক
.
অমোঘবাণীর ম্যাজিক পায়রা শিকড় খায়
ফড়িং-নাচের ভিকিরি যদি বা চিরন্তন
ধুতি খুলে ঘুঘু আকাশে দিয়েছে ট্রায়াল রান
কী ভাবে ইমেজ ঝুরো-ঝুরো রঙে মিথ ভেঙে
পুড়িবেক পুড়িবেক
.
ম্যাসাজতরুণী আঙুলনাচের সুখছোঁয়ায়
তেলমাখা পিঠে কাতুকুতু দিলে ব্যাংককে
দেশে ফিরে শিরা সুধাসংকেতে মদমুকুল
তরল কুসুম অজানায় মেতে ঝরতে চায়
ঝরিবেক ঝরিবেক
.
ছাগমাথা কাঁধে দক্ষবাবারা মসনদে
ফাটা সঙ্গীতে বোবা মগজের ভবিষ্যত
গড়ছেন মেঘে চতুরচিত্ত লাশভবন
কালের ইতর আবিরে নোংরা শালি-শ্যালক
হাসিবেক হাসিবেক
.
আর্সেনিকের বিষে নির্মল জল খেয়ে
চুঁইয়ে ভিজবে আগুন ফোঁটার উচ্চারণ
সাজানো শব্দ যুদ্ধের মাঠে শরে শুয়ে
অবৈতনিক কাগুজে পোকার গুড়ছোলা
খাইবেক খাইবেক
উৎসর্গ : সঙ্ঘমিত্রা ‘বনবিবি’ সেন
হিংমাখা হাতে থ্যাংকিউ লেখা সবুজ গান
নাটুকে ইশারা ট্যারাচোখ ভাসে রূপটানে
রেললাইনের তলপেটে বাঁধা ঘুমের ঝিম
হ্যালোজেন-মাখা টকে-যাওয়া হাসি বীররসে
পাইবেক পাইবেক
.
কাকের কাঁদুনি বোমার বারুদে অলস ডিম
কুমিরের নাকে সন্দেশ খাওয়া স্বপ্নঘোর
সুদিন আনবে দাড়ি কামাবার পুং-রোবোট
সেফটিবেল্টে ধাতবকুমারী বলেছিলেন
হইবেক হইবেক
.
ক্রেজি মাস্তুলে করোটির গোঁফে পাকানো তা
মঞ্চফকির সাপকে গেলায় স্বরহরফ
কষামাংসের দলজ ভোটার বুড়োশকুন
ভেঙে বরফের মোদো-উল্লাসে পথপবন
উড়িবেক উড়িবেক
.
অমোঘবাণীর ম্যাজিক পায়রা শিকড় খায়
ফড়িং-নাচের ভিকিরি যদি বা চিরন্তন
ধুতি খুলে ঘুঘু আকাশে দিয়েছে ট্রায়াল রান
কী ভাবে ইমেজ ঝুরো-ঝুরো রঙে মিথ ভেঙে
পুড়িবেক পুড়িবেক
.
ম্যাসাজতরুণী আঙুলনাচের সুখছোঁয়ায়
তেলমাখা পিঠে কাতুকুতু দিলে ব্যাংককে
দেশে ফিরে শিরা সুধাসংকেতে মদমুকুল
তরল কুসুম অজানায় মেতে ঝরতে চায়
ঝরিবেক ঝরিবেক
.
ছাগমাথা কাঁধে দক্ষবাবারা মসনদে
ফাটা সঙ্গীতে বোবা মগজের ভবিষ্যত
গড়ছেন মেঘে চতুরচিত্ত লাশভবন
কালের ইতর আবিরে নোংরা শালি-শ্যালক
হাসিবেক হাসিবেক
.
আর্সেনিকের বিষে নির্মল জল খেয়ে
চুঁইয়ে ভিজবে আগুন ফোঁটার উচ্চারণ
সাজানো শব্দ যুদ্ধের মাঠে শরে শুয়ে
অবৈতনিক কাগুজে পোকার গুড়ছোলা
খাইবেক খাইবেক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন