লকডাউনে চুলকাটানো
উৎসর্গ : সুরাইয়া হেলেন
আমার বুড়ি তো আর পারছে না, তাই নিজের নখ নিজেই
কেটে নিই আজকাল, স্নান করে বেরোলে যখন নরম থাকে ।
চুলটা কাটাবো বলে সেলুনে আগে-ভাগে গিয়ে বলে এসছিলুম
সকাল নটায় আসব কিন্তু লকডাউন এসে সব ভণ্ডুল করে দিলে।
এই কয় সপ্তাহে বেশ বড়ো হয়ে গিয়েছিল বলে বুড়িকে বললুম।
বুড়ি ওর সেলায়ের কাঁচি দিয়ে কানের পাশ থেকে পাকা জুলফি,
চোখের ওপরে এসে-পড়া সামনের চুল ভালোই কেটে দিল, আয়না
ঘুরিয়ে দেখলুম । চুল কাটা হয়ে গেলে চুল আঁচড়িয়ে থুতনি তুলে
বুড়ি বললে, ওঃ একেবারে ফিটফাট বাবুলাট দেখাচ্ছে তোমাকে
এবার দিব্বি লাঞ্চের ডিবে নিয়ে কনভেন্ট-স্কুলে যেতে পারো
উৎসর্গ : সুরাইয়া হেলেন
আমার বুড়ি তো আর পারছে না, তাই নিজের নখ নিজেই
কেটে নিই আজকাল, স্নান করে বেরোলে যখন নরম থাকে ।
চুলটা কাটাবো বলে সেলুনে আগে-ভাগে গিয়ে বলে এসছিলুম
সকাল নটায় আসব কিন্তু লকডাউন এসে সব ভণ্ডুল করে দিলে।
এই কয় সপ্তাহে বেশ বড়ো হয়ে গিয়েছিল বলে বুড়িকে বললুম।
বুড়ি ওর সেলায়ের কাঁচি দিয়ে কানের পাশ থেকে পাকা জুলফি,
চোখের ওপরে এসে-পড়া সামনের চুল ভালোই কেটে দিল, আয়না
ঘুরিয়ে দেখলুম । চুল কাটা হয়ে গেলে চুল আঁচড়িয়ে থুতনি তুলে
বুড়ি বললে, ওঃ একেবারে ফিটফাট বাবুলাট দেখাচ্ছে তোমাকে
এবার দিব্বি লাঞ্চের ডিবে নিয়ে কনভেন্ট-স্কুলে যেতে পারো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন