বালের কবি
উৎসর্গ : পল ভেরলেন
রবীন্দ্রনাথ বাঙালি কবিদের অনেক ক্ষতি করে গেছেন
ওনার মাথা থেকে পা পর্যন্ত সারা গায়ে চুল ছিল বলে
কোনো কবির পোঁদে চিমটি কাটার জন্য হিংসুটেরা বলে
‘বালের কবি’ । কিন্তু তা অ্যানড্রোজেনিক অ্যালোপেসিয়া
না অ্যালোপেসিয়া এরিয়াটা না অ্যালোপেসিয়া টোটালিস
নাকি অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস তা পষ্ট করে না কেউ
কারণ হিংসুটেরা বড়ো বেশি চিমটি-বিদ্বান আলোচক--
রবীন্দ্রনাথকে চুলের জন্য হিংসে করে বোদলেয়ারকে
শেকসপিয়ারকে তাদের গম্বুজের আকাশ মেঘহীন বলে ।
আমি ভাবি, ওনারা কেমন করে জানলেন যে বালের কবির
সারা গায়ের চুল ঝরে গেছে ! টাক পড়লে কি সব জায়গায়
টাক পড়ে ? ভেরলেনকে বালের কবি বলেছিল সেই আফাঁ
টেরিবল তার কারণ ভেরলেনের চুল খাবারে থাকতো !
উৎসর্গ : পল ভেরলেন
রবীন্দ্রনাথ বাঙালি কবিদের অনেক ক্ষতি করে গেছেন
ওনার মাথা থেকে পা পর্যন্ত সারা গায়ে চুল ছিল বলে
কোনো কবির পোঁদে চিমটি কাটার জন্য হিংসুটেরা বলে
‘বালের কবি’ । কিন্তু তা অ্যানড্রোজেনিক অ্যালোপেসিয়া
না অ্যালোপেসিয়া এরিয়াটা না অ্যালোপেসিয়া টোটালিস
নাকি অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস তা পষ্ট করে না কেউ
কারণ হিংসুটেরা বড়ো বেশি চিমটি-বিদ্বান আলোচক--
রবীন্দ্রনাথকে চুলের জন্য হিংসে করে বোদলেয়ারকে
শেকসপিয়ারকে তাদের গম্বুজের আকাশ মেঘহীন বলে ।
আমি ভাবি, ওনারা কেমন করে জানলেন যে বালের কবির
সারা গায়ের চুল ঝরে গেছে ! টাক পড়লে কি সব জায়গায়
টাক পড়ে ? ভেরলেনকে বালের কবি বলেছিল সেই আফাঁ
টেরিবল তার কারণ ভেরলেনের চুল খাবারে থাকতো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন