চিক্কুর
উৎসর্গ : এডওয়ার্ড মঞ্চ
মরবার ভয় ? উহুঁ, তা নয় ।
শবের গতি করবে যারা তাদের জন্য ভয় ।
সেরেও যদি যাও, সিফিলিস আর গনোরিয়ার চেয়ে
অস্পৃশ্য থাকতে হবে কুষ্ঠরোগির মতো, হয়তো জীবনভর ।
এখনই তো মাস্কে ঢেকে পাশের লোককে করছে সন্দেহ
সুন্দরীদের পাশ কাটিয়ে কেটে পড়ছে সৌম্যকান্তি যুবা।
মদের দোকান ছাড়া দূরত্ব কেউ বজায় রাখছে না তো !
মাতাল হয়ে ভুলে থাকতে চাইছে যারা রোগের জয়ধ্বনি
শুনতে পাচ্ছে সে-লোকগুলো যাদের কিচ্ছু জোটেনি-জুটছে না
না খাবার, না রোজগার, না থাকার জায়গা, না গাছতলা
খালি পেটে হাজার মাইল দূরে গাঁয়ের বাড়ি পৌঁছোতে হবেই।
মরবার ভয় ? উঁহু তা নয় । বেঁচে থাকার অনেক হ্যাঙ্গাম !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন