মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

আমি কার্তিকেয়, যুদ্ধের দেবতা

আমি কার্তিকেয়, যুদ্ধের দেবতা
উৎসর্গ : সুবিমল বসাক
 
যুদ্ধের দেবতা আমি, জন্মেছি কার্তিক মাসে, মায়ের দুধ হতোনাকো বলে
শৈশবে আরও ছয় কৃত্তিকা-মায়ের দুধ খেয়েছি ইমলিতলায় : কাহার, কুর্মি,
পাশি, দুসাধ, যাদব, শিয়া ; তাই আমি পৌরাণিক, বেদের দেবতা নই
আমার পরিচয় অনির্ণেয় : কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, স্কন্দ, শিখিধ্বজ,
অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শরজ, তারকারি, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন,
গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেন, দেবসেনাপতি, মুরুগান, মায়ুরী কন্দস্বামী,
সুব্রহ্মণ্যম, আইয়ান, ছেউওন, সেনথিল, ভেলান, স্বামীনাথ, দণ্ডপাণি, ষড়মুখ, খাধিরভেলান, কনধান, বিশাখ, মহাসেনা, ব্রহ্মদেব - আমি একমাত্র কবি যুদ্ধের দেবতা লিখেছেন কালিদাস কুমারসম্ভবে, আমি আছি পাণিনি, কৌটিল্য পতঞ্জলিতে । বেদব্যাস বাল্মীকি আমার কাহিনি বলতে বাধ্য হয়েছেন ।কুশান, গুপ্ত, পল্লব, ইক্ষাকু রাজাদের সোনার মুদ্রায় আমি আছি, যুদ্ধের কবি মলয় রায়চৌধুরী হয়ে, স্কন্দ বোধিসত্ব হয়ে মহাযানে, ঐটো নামে দৈব সেনাপতি হয়ে চীন দেশে ; জৈনধর্মে আছি নায়গামেসা হয়ে, ইপোহতে কালুমালাই, পেনাঙে আরুলমিগু বালকদণ্ডপাণী, মালাক্কায় সন্ন্যাসী আন্দাভার আমি ষড়ানন আধুনিক ও উত্তরাধুনিক বাংলা কবিতায় আমিই একমাত্র যুদ্ধের কবি

ছবিতে থাকতে পারে: 2 জন ব্যক্তি, Subimal Basak সহ, চশমা এবং টেক্সট
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন