মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

দোভাষী

দোভাষী
উৎসর্গ : সমরেন্দ্র সেনগুপ্ত
 
জলোচ্ছ্বাসে যে -চিৎকার
তার আতঙ্কের নোনা
তাড়া করে ফিরেছে সবজিখেত
বেগুন লঙ্কা কাঁকরোল
বড্ড ধ্বনিহীন বজ্র
ঝঞ্ঝাবাতাসে বেগ নেই
আমিও চিৎকারে থাকি
ত্বরান্বিত করি তার ত্রাস
যারা নিরাশ্রয় ছিল
জেলে গিয়ে পেয়েছে আশ্রয়
পুকুরে পুকুর ভাসে
উজানের আলগাস্বভাবে
দুই পাহাড়ের মাঝে মধ্যস্হতা করে নামে নদী
২ ডিসেম্বর ১৯৯৪

ছবিতে থাকতে পারে: 1 জন, চশমা এবং ক্লোজআপ
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন