মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৪ মে, ২০২০

মরার পরেও লেখা বজায় রাখব

মরার পরেও লেখা বজায় রাখব
উৎসর্গ : জপমালা ঘোষরায়
 
জন্মেছি হিন্দুর ঘরে ফলে পুনর্জন্মের গারেন্টি আছে বলে নয়
কবিতা লিখতেই থাকব মরার পরেও কিন্তু চিন্তার বিষয় হল
আমি তো পুংহাতির মস্তি নিয়ে জন্মাতে চেয়েছি যাতে কালো
দীর্ঘ অঙ্গটা ঝুলিয়ে দাপিয়ে বেড়াই নানান অরণ্যভাষায় ; জানি
হাতির নিঃশব্দ ফ্রিকোয়েন্সি হাজার মাইল পর্যন্ত শোনা যায়
ওরা শত্রুকে ভোলে না কখনও বন্ধুদের আজীবন মনে রাখে
যেমন আমার এই মানুষজীবনের কবিতাগুলোর স্পন্দন দেশ
দেশান্তরে গিয়ে ভিনভাষার মানুষীদের টেনে আনে বঙ্গভাষায়
তাই যে-প্রাণী হয়েই জন্মাই না কেন মরার পরেও লিখে যাবো
৪ নভেম্বর ১৯৯২

ছবিতে থাকতে পারে: 1 জন
 
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন