জ্যামিতির উৎস
উৎসর্গ : কাজল সেন
অবন্তিকা বললি তুই :
নৌকো মাতাল হতে যাবে কেন ? এ-যুগে সমুদ্রটা নিজেই মাতাল!
আমি বললুম :
যত জ্যামিতি কি শুধু তোরই দখলে? কার কাছ থেকে পেলি?
অবন্তিকা বললি তুই:
আর্কিমিডিস দিলেন দেহের ঘনত্ব!
রেনে দেকার্তে দিলেন শরীরের বাঁকগুলো!
ইউক্লিড দিলেন গোপন ত্রিভূজ!
লোবাচোভস্কি দিলেন সমন্বিত আদল!
ব্রহ্মগুপ্ত দিলেন মাংসময় বুকের নিখুঁত বর্তুলতা!
শ্রীধর দিলেন আয়তন!
নারায়ণ পণ্ডিত দিলেন দৃষ্টি আকর্ষণের ক্ষমতা!
আর তুই কী দিলি? অক্ষরে সাজানো যত ফাঁকা মন্তর?
আমি বললুম :
আমি দিয়েছি প্রেম!
অবন্তিকা তুই বললি :
প্রেম তো আলো হয়ে বেগে আসে আর তত বেগে চলে যায়!
উৎসর্গ : কাজল সেন
অবন্তিকা বললি তুই :
নৌকো মাতাল হতে যাবে কেন ? এ-যুগে সমুদ্রটা নিজেই মাতাল!
আমি বললুম :
যত জ্যামিতি কি শুধু তোরই দখলে? কার কাছ থেকে পেলি?
অবন্তিকা বললি তুই:
আর্কিমিডিস দিলেন দেহের ঘনত্ব!
রেনে দেকার্তে দিলেন শরীরের বাঁকগুলো!
ইউক্লিড দিলেন গোপন ত্রিভূজ!
লোবাচোভস্কি দিলেন সমন্বিত আদল!
ব্রহ্মগুপ্ত দিলেন মাংসময় বুকের নিখুঁত বর্তুলতা!
শ্রীধর দিলেন আয়তন!
নারায়ণ পণ্ডিত দিলেন দৃষ্টি আকর্ষণের ক্ষমতা!
আর তুই কী দিলি? অক্ষরে সাজানো যত ফাঁকা মন্তর?
আমি বললুম :
আমি দিয়েছি প্রেম!
অবন্তিকা তুই বললি :
প্রেম তো আলো হয়ে বেগে আসে আর তত বেগে চলে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন