মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ভালো মেয়ে - খারাপ মেয়ে

“ভালো মেয়ে - খারাপ মেয়ে”
আমি বেঁচে থাকতেই 
ভালো মেয়ে আর খারাপ মেয়ের ধারণা পালটে গেল
তখন কোনো মেয়ে মদ খেলেই সে খারাপ
এখন মেয়েরা ককটেল তৈরির ফরমুলা বাতলায়
তখন মেয়েরা লুকিয়ে চুমু খেতো
এখন মেয়েরা ডিসকোয় মলে মালটিপ্লেক্সে আলগোছে চুমু খায়
লাইটপোস্টের তলায় দাঁড়িয়ে শীতকালে চুমু খায়
টেপাটিপি করে ; তখন টেপাটিপি ছিল একদম নো-নো
তখন শুধু প্রেমিক বা বরকে চুমু খেতে দিত
এখন যাকে পছন্দ তাকে চুমু খায় যেখানে পছন্দ হাত দিতে দেয়
তখন মেয়েরা গোড়ালি পর্যন্ত শাড়ি পরত
এখন ইচ্ছে করলে হাঁটুর ওপর উরু পর্যন্ত স্কার্ট পরে
তখন মেয়েরা গরু শুয়োর খেতো না 
এখন আফ্রিকার আর অসট্রেলিয়ার বুশ মিট খায়
তখন মেয়েরা হাজব্যাণ্ড সোয়াপিং করত না এখন অনেক জুটি করে
তখন আমার উচিত ছিল বুড়ো হওয়া আর এখন যুবক, হায়




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন