“কৌমকান্না”
এই শালা বিদ্ধস্ত পুরুষ, সটাসট গিলছে ককটেল
কাউন্টারের কুর্সিতে বসে কাঁদছে নিজস্ব কান্না
সামনের প্লেটে পেস্তা আখরোট হ্যাজেলনাটগুলো
মদের সঙ্গেই পায় অথচ খাচ্ছে না । এখানে তো জুটি ছাড়া
ঢুকতে দেয় না, নিশ্চয়ই কোনো পথবেশ্যা তুলে এনে
ডিসকোর শীতাতপ সুগন্ধী ঘেমো ভিড়ে নাচতে পাঠিয়েছে
সঙ্গীতের কানফাটানো প্যাঁদানির চোটে উদ্দাম নাচছে যৌবন
আমি নিশ্চিত, সারা দেশ জুড়ে, এই সময়ে, হাজার হাজার
হাফ-প্রৌঢ়রা, কাঁদছে কোনো না কোনো শুঁড়িখানার আধোঅন্ধকার
গ্যাঞ্জামে । কালকে সকালে ফিরে যাবে লাৎখোর দিনানুদৈনিকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন