“যাহোক তাহোক - যা হোক, তা হোক”
এখন যা লিখে যাচ্ছি কুছ পরোয়া নেই টাইপের
আলফাল বালের লেখালিখি, তা আর সংগ্রহে রাখছি না
চেলাদের দল নেই মোসায়েবদের লিটল ম্যাগও নেই যে
জড়ো করে রেখে দেবে আগামী বাচ্চা-বুতরুর জন্য
কিচ্ছু রাখছি না, খুনির খুংখার ঠাণ্ডা মাথায়
বাক্স-প্যাঁটরায় ভরে ন্যাপথালিনের গন্ধে পুরছি না
পাঠিয়ে দিচ্ছি কাগজের মর্গের ডোমদের হেফাজতে
এককালে কোটি-কোটি টাকা পুড়িয়ে নষ্ট করার
জাহান্নমি অভিজ্ঞতা আছে হে নষ্টাবতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন