“তরুণ বয়সে অনেকে আমাকে পছন্দ করত না”
আমি গরু-শুয়োর গাঁজা মদ খেতুম বলে নয়
গরু শুয়োর গাঁজা মদ খেয়ে
ওদের থেকে ঢ্যাঙা হয়ে যেতুম বলে নয়
ওদের মগজ বেঁটে করে দিতো আমার ছড়ানো টাকায়
আমি কিন্তু ঘেন্না করতে পারিনি
ওরা বেঁটে বলে
গরু আর শুয়োরেরা ঘেন্না করতো ওদের পালটাকে
ওরা নারীদের ভালোবাসতে জানতো না
বেশ্যাদের পাড়ায় গিয়ে নারীর ভালোবাসা খুঁজতো
অথচ নদীতীরে বসেই তো ভালোবাসা যায় স্নানরতা
পতিব্রতাদের জলের সঙ্গে খেলতে দেখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন