“খদ্দেরদের আনন্দের কবিতার বই”
আজকাল সবাই বেশি-বেশি কবিতা লিখে ফেলছে
আমি বুড়ো হয়ে গেলুম কিন্তু বেশি-বেশি কবিতা লেখা হল না
আজকাল সবাই বেশি-বেশি কবিতার বই প্রকাশ করছে
আমি বুড়ো হয়ে গেলুম কিন্তু বেশি-বেশি বই বের করা হল না
বন্ধুরা যৌবনে সোনাগাছিতে কবিতার বই বিলোতো
তখন বুকে আর পাছায় সিলিকন জেল দরকার হতো না
ঠোঁটকে মৌমাছি-কামড়ানো করার ইনজেকশান নিতে হতো না
মুখকে যৌবনে ফেরাবার প্লাসটিক সার্জারি করবার দরকার হতো না
সব মেয়েই সুন্দরী ছিল বলে বন্ধুরা তাদের কবিতার বই বিলোতো
তাদের মালখোর মাসকাবারি খদ্দেরাও বেজায় তাকধিনাধিন খুশি
অচেনা কবিদের কবিতা-পাঠিকা-বিদুষীর বিছানায় রাত কাটিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন