মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

লোকাল ও গ্লোবাল

কে দিয়েছে
          উরুতে তোর
          প্রেমের নীল
                         অবন্তিকা
কে দিয়েছে
          দুগালে তোর
          গোলাপ কাঁটা
                        অবন্তিকা
কে দিয়েছে
          কোমরে তোর
          বেতের দাগ
                         অবন্তিকা
প্রেমিকরা তোর
          খুবলে খায়
          এখান-সেখান
                         অবন্তিকা
আমি তো চাই
          সমস্তটুক
          এপিঠ-ওপিঠ
          ওপর-নিচ
                         অবন্তিকা

        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন