মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

অন্তরটনিক

বিড়ি ফুঁকিস অবন্তিকা
চুমুতে শ্রমের স্বাদ পাই
বাংলা টানিস অবন্তিকা
নিঃশ্বাসে ঘুমের গন্ধ পাই
গুটকা খাস অবন্তিকা
জিভেতে রক্তের ছোঁয়া পাই
মিছিলে যাস অবন্তিকা
ঘামে তোর দিবাস্বপ্ন পাই
১১ অক্টোবর ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন