মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

ই ন ডি য়া


ই ন ডি য়া

স্যানিটাইজারে হাত ধুয়ে মুখোশ খুলে রেখে এই লেখাটা লিখছি--

মন্দিরে যাবার গলির দুধারে সকাল চারটে থেকে ভিকিরিদের ঝগড়া চলছে

বসার জায়গার জন্য ; পূণ্যার্থীরা যাবার  বা ফিরে আসবার সময়

প্রসাদের টুকরো-টাকরা কিংবা খুচরো পয়সা দিয়ে যাবে

আজকে মকর সংক্রান্তির দিন

কে কোন ধর্মের তা নিয়ে ওদের মাথাব্যথা নেই

মন্দির মসজিদ গির্জা কোথাও পূণ্যার্থীদের আসা-যাওয়া হলেই হলো

থাকার জায়গা নেই খাবার টাকাকড়ি নেই - 

মুখোসের কথা শুনে ঢলাঢলি ঢঙে হাসাহাসি 

কোভিড ভ্যাকসিন শুনে বলির ছাগলের চাওয়া-চাওয়ি 

বার্ড-ফ্লু  কি সত্যিই এসেছে, জানতে চায় কিশোরী রুক্ষচুলদল

ফেলে-দেয়া ডিম আর মুর্গির মাংস খাওয়া যাবে--

ওরাও তো পারে দল বেঁধে চেঁচিয়ে উঠতে :

ই ন ডি য়া ই ন ডি য়া ই ন ডি য়া ই ন ডি য়া ই ন ডি য়া



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন