ফুল
শবের জন্য সেই ফুল চাই যা বহুক্ষণ থাকে
মূর্চ্ছা যায় না শবদেহে শ্মশান ওব্দি বসে
প্রেমিকার পায়ে কেন জবাফুল দেয় না প্রেমিক ?
গোলাপ দেয় তা যে রঙেরই হোক না কেন
কারণটা খুবই সিম্পল ; গোলাপ মূর্চ্ছা যায়
প্রেমের কথা শুনলেই-- ফুলশয্যার রাতে
ফুলগুলো বাজার থেকে আনা - যে ফুল
বাজারে বিকোয় তা শবের ও ফুলশয্যার
দুটি ঘটনার মধ্যে পার্থক্য বিশেষ কিন্তু নেই
ফুলেদের ফুটে ওঠা আর থেঁতলে মারা যাওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন