তোমার অতল চোখ
কেবল মনে আছে তোমার অতল দৃষ্টি ; তাছাড়া কিছুই দেখিনি
ক্ষিপ্রচটুল লাস্যে আরো কালো আর গভীর করেছ চোখদুটি
ভুরুতে পেনসিল চোখেতে কাজলের প্রয়োজন ছিল না তো
তোমার সান্ধ্যতাণ্ডবের দৃষ্টি চোখের মণিকে ঘোরাচ্ছে দুদিকে
চোখের কোণ দিয়ে আট রকমের চাউনি বিঁধে ফেলছে প্রতিক্ষণ
তোমার আলারিপ্পু যতিস্বরম শব্দম বৰ্ণম তিল্লানা কিচ্ছু বুঝি না
কেবল টের পাই ক্ষতবিক্ষত করছ চোখপল্লবের কৃষ্ণ আঘাতে
সংযমের আবেগবৃত্ত তুমি ভেঙে দিচ্ছ চোখের প্রলয়তাণ্ডবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন