রক্ত খেতে শেখানো হয়েছিল তাই রক্তকে টনিক মনে করে খেয়ে চলেছি
মানুষের কালো রক্ত গোরুর সবুজ রক্ত বাঘের নীল রক্ত
যতো রক্ত আকাশ থেকে চুয়ে-চুয়ে পড়েছে আর বয়েছে নদীগুলোয়
সবই আমার খাওয়া
খেয়ে হেগে বের কে দিয়েছি ওদের
রক্তগুলো গুয়ের সোনালি রঙের ছিল না
ছিল কালো সবুজ নীল কমলা বেগুনি হলুদ
সেগুলো কেউটে হয়ে আমার পড়ার টেবিল ঘিরে সারা দিন নাচে
বলে, রক্ত খাও রক্ত খাও রক্ত খাও
নয়তো সব নদী-নর্দমা শুকিয়ে যাবে
লোকেরা লাশ ভাসাতে পারবে না
চাষ করে গাছে-গাছে মুণ্ডু-ফসল ফলাতে পারবে না
স্যানিটারি ন্যাপকিন কনডোম শিকনি ফেলতে পারবে না
রক্ত খেতে শেখাবার সময়ে ওরা বলেছিল, যাও
গন্ধমাদন তুষারে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে আয়ুর্বেদিক পৌধা আছে
রক্ত খেতে-খেতে ল্যাজের কেতন উড়িয়ে আমি পৌঁছোলুম
গন্ধমাদন গ্লেসিয়ারে দেখলুম কমিউনিস্ট ম্যানিফেস্টোর নাম পালটে গেছে
ভেতরের লেখাগুলো পালটে তার নাম হয়ে গেছে মনুস্মৃতি
বইটা খুলতেই রুশ ভাষার অক্ষরগুলো ঝরে পড়তে লাগলো
বরফের আগ্নেয়গিরি থেকে বেরিয়ে চেঁচাতে লাগলো
ফিরে গিয়ে যাকে পাবি তার রক্ত চেটেপুটে খাবি
তাছাড়া নদী-নর্দমা শুকিয়ে যাচ্ছে, মানুষ বিষাক্ত পৌধা হয়ে যাচ্ছে
আমি রক্ত খেয়ে খেয়ে খেয়ে খেয়ে খেয়ে খেয়ে বাঁচতে শিখে গেছি
যেদিকে তাকাই পৌধার পর পৌধামানুষের মুণ্ডু হাসাহাসি করছে
মানুষের কালো রক্ত গোরুর সবুজ রক্ত বাঘের নীল রক্ত
যতো রক্ত আকাশ থেকে চুয়ে-চুয়ে পড়েছে আর বয়েছে নদীগুলোয়
সবই আমার খাওয়া
খেয়ে হেগে বের কে দিয়েছি ওদের
রক্তগুলো গুয়ের সোনালি রঙের ছিল না
ছিল কালো সবুজ নীল কমলা বেগুনি হলুদ
সেগুলো কেউটে হয়ে আমার পড়ার টেবিল ঘিরে সারা দিন নাচে
বলে, রক্ত খাও রক্ত খাও রক্ত খাও
নয়তো সব নদী-নর্দমা শুকিয়ে যাবে
লোকেরা লাশ ভাসাতে পারবে না
চাষ করে গাছে-গাছে মুণ্ডু-ফসল ফলাতে পারবে না
স্যানিটারি ন্যাপকিন কনডোম শিকনি ফেলতে পারবে না
রক্ত খেতে শেখাবার সময়ে ওরা বলেছিল, যাও
গন্ধমাদন তুষারে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে আয়ুর্বেদিক পৌধা আছে
রক্ত খেতে-খেতে ল্যাজের কেতন উড়িয়ে আমি পৌঁছোলুম
গন্ধমাদন গ্লেসিয়ারে দেখলুম কমিউনিস্ট ম্যানিফেস্টোর নাম পালটে গেছে
ভেতরের লেখাগুলো পালটে তার নাম হয়ে গেছে মনুস্মৃতি
বইটা খুলতেই রুশ ভাষার অক্ষরগুলো ঝরে পড়তে লাগলো
বরফের আগ্নেয়গিরি থেকে বেরিয়ে চেঁচাতে লাগলো
ফিরে গিয়ে যাকে পাবি তার রক্ত চেটেপুটে খাবি
তাছাড়া নদী-নর্দমা শুকিয়ে যাচ্ছে, মানুষ বিষাক্ত পৌধা হয়ে যাচ্ছে
আমি রক্ত খেয়ে খেয়ে খেয়ে খেয়ে খেয়ে খেয়ে বাঁচতে শিখে গেছি
যেদিকে তাকাই পৌধার পর পৌধামানুষের মুণ্ডু হাসাহাসি করছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন