মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

ন্যাংটো তন্বীর জন্য প্রেমের কবিতা

কুচকুচে চকচকে পুংঘোড়ায় বসে আছো ন্যাংটো তন্বী
তোমার কুলকুচি-সুধা খেয়ে পৃথিবীর নেশা ধরে গেছে
তার ফল এদান্তি ফলছে রসেবশে ধোঁয়ায় কান্নায়
চুলেতে রঙিন-ফুল গুঁজেছিলে বিপ্লবী শতকে
তাই থেকে শুরু হলো দেংজিয়াও পিঙ্গের বিড়ালের রঙ
মারামারি ঠোকাঠুকি শেষে সেই টাকমাথা পুরুষ ময়না
মাওবাদী বনপ্রান্তে কুঞ্জমাঝে খসখসে হেঁকে গায়
চুলে গিঁট পড়ে গেলে কোনো চিন্তা নেই
স্বর্গ-নরক-মর্ত্য সর্বত্র চিরুনি আছে
চিরুনি-তল্লাশ আছে, এক পা সামনে আর দুই পা পেছনে
সেই গ্রেট লাফ দিয়ে সামনে আঁৎকে দেখলে চারিদিকে রক্ত কেবল
শুধু তোরা দুচোখের পাতা রাংঝালে জুড়ে চলে যাস
সাংস্কৃতিক বিপ্লবে আনন্দিত লোকগুলো আজ বুড়ো-বুড়ি
অবশ্য অনেকে দুর্ভিক্ষে মরে গেছে, মাটির তলায় হাড়
শেষে কিনা বিপ্লবের জায়গায় প্রতিবিপ্লব !
কুচকুচে চকচকে পুংঘোড়া হাঁকিয়ে ন্যাংটো তন্বী তুমি
দুর্বিপাক ডেকে আনলে ঝুলে-পড়া গোলার্ধ দুটোয়
জুজুবুড়ি জুজুবুড়ো খোকোন খুকুরানি তটস্হ সক্কলে...

৪টি মন্তব্য:

  1. অসাধারণ বলবো না।তবে দেং জি পিয়াঙ্গ এর সেই কথাটিএই যে মনে পড়ে গেল।বিড়ালের রং দেখে কাজ নেই সে ইঁদুর ধরতে পারে কিনা সেটা বিচার্য্য।এই কথা কি দ্বিচারিতার উদাহরণ হাঃ।কি যে গ্লোবালাইজেশন এই কথাটির নিহিত।বাবাজারব্যবস্থা। একজন প্রেমিকার ভ্রুভঙ্গে এই ইঙ্গিতটি পৌঁছে দিলেন।এটাই অনন্য।

    উত্তরমুছুন
  2. এমন কবিতার কাছে এলে আমি বোবা হয়ে যাই ! একে ছোঁয়ার অধিকার আমার আছে কিনা সংশয় আছে ------

    উত্তরমুছুন
  3. আমাদের অন্তরিক্ষীয় জীবন চর্চায় কৌশলী আকাঙ্ক্ষাগুলিকে জেগে উঠতে দেখি। কী সস্নেহ সম্মোহন ! অমোঘ এক ঘোরের মধ্যে এনে দাঁড় করিয়ে দেয়।

    উত্তরমুছুন
  4. তোমার কুলকুচি-সুধা খেয়ে পৃথিবীর নেশা ধরে গেছে। বাহ বেশ, মনে দাগ কাটলো।

    উত্তরমুছুন