মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আদিখ্যেতা

 

আদিখ্যেতা


মৃত্যু নিয়ে আমার কোনো টেঁটিয়াপনা নেই--

হাতকড়া-দড়ি নিয়ে এসে বলবে, ‘টাইম আপ, চল’

আমি রেডি, যখনই যেতে বলবে ওর সঙ্গে, আমি রেডি--

তবে হ্যাঁ, ধরে নিয়ে গিয়ে হাসপাতালের বিছানায় আটকে

দেয়া চলবে না ; নাকে-মুখে নানা-কিসিমের নল গুঁজে

শুয়ে থাকতে পারব না, টাইম হয়েছে, ব্যাস, চলো

নাচতে গাইতে চলো হিপহপ সুরে লালন হাছন রাজা

যার গান ইচ্ছে চিড়ধরা গলা হেঁকে গাও, তবে হ্যাঁ,

বলো হরি হরি বোল চেল্লায় যদি কেউ-কেউ

তাদেরও নাচতে-নাচতে গাইতে-গাইতে চেল্লাতে হবে--

নয়তো ফুটে পড়ো, নিজের মড়াকে হরিবোল দিও


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন