মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

অন্ধকাররূপেণ সংস্হিতা

 

অন্ধকাররূপেণ সংস্হিতা

মলয় রায়চৌধুরী

নেমে পড়ো, বুকের ওপর থেকে নেমে পড়ো

ঢাকতে পারোনি ভালো করে ; সবই দেখতে পাচ্ছি

যাদের মুণ্ডু কেটে ঝুলিয়েছ তারাও দেখছে মিটিমিটি

ওরা সেই অজর-অমর অধ্যাপক চোখেতে পিচুটি নাকে পোঁটা

যৌনতা ছাড়া আর কিছুই পায় না দেখতে আমার কবিতায়

ওদের মগজে ভরা শুক্রকীট আর হৃদয়ে লিঙ্গ লাফায়

হে অন্ধকারময়ী এবার বিহিত করো

ওদের বিদ্যায়তনিক মুণ্ডুগুলো কচর-মচর করে খাও

তুমি তো আমার পূর্বপুরুষের জয় কলকাত্তাওয়ালি

পিচুটি-পোঁটা মাস্টার যারা সবকিছুতেই যৌনতা খুঁজে পায় 

তাদের বোবা-কালা-অন্ধ-নুলো করে ছেড়ে দাও

অন্ধকারে, তুমি তো ব্ল্যাকহোলের দেবী, কলকাত্তাওয়ালি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন