মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ভালোবাসো

 

ভালোবাসো

ভালোবাসো ভালোবাসো ভালোবাসো

আমাকে গভীরভাবে ভালোবাসো

আরও আরও বেশি ভালোবাসো

ভালোবাসো ভালোবাসো ভালোবাসো

কিন্তু স্পর্শ কোরো না কখনও কোনোদিন

স্পর্শ করলেই ভালোবাসা সংসারের আবর্তে পড়ে যাবে

স্পর্শ করলেই প্রেম ফাঁসির রশি হয়ে যাবে

তাই শুধু ভালোবাসো গভীরভাবে ভালোবাসো


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন