“মানুষের ভাষা”
উৎসর্গ : কুন্তী
যোনি থেকে অর্ধেক বেরিয়ে রক্তমাখা দেহে
চিৎকার করছে নিজস্বভাষায় । বেরোতে চায় না
ফিরে যেতে চায় ; জন্মাবার সময়কে মানবে না
বাচ্চাটার মা ওকে দুহাতে ধরে বের করতে চাইলেও
পারছে না ; দাঁড়িয়ে জন্ম দিচ্ছে ; পা বেয়ে রক্ত টুপটাপ
ভিড় জমে গেছে ; সকলেই বাচ্চাটার ভাষা বুঝতে চায়
প্রত্যাখ্যানের ভাষা, জরায়ুতে ফেরত যাবার ভাষা
সবাই ওই ভাষা শিখে নিয়ে পুনরায় ফিরে যেতে চায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন