মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ৮ জুন, ২০২০

প্রেমিকা

প্রেমিকা
উৎসর্গ : রত্নপ্রভা
মাথার দিক থেকে গেলা আরম্ভ করো তুমি
চেবাও না, চেবাবার দাঁত নেই, শুধু একটু-একটু করে
পুরোটা অস্তিত্ব গিলে নাও, জীবন্ত গিলে নিতে থাকো
একেই প্রেম বলে মনে করো তুমি
প্রেমিককে আগাপাশতলা চুবিয়ে জারকরসে
দুটি দাঁতে বিষ জড়ো করো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন