আমার ক্ষুধিত বিষ
আমার ক্ষুধিত বিষে বন্ধুদের বউ মারা গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুদের চাকরি ঝুলে গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধু রাসটিকেট হলো
আমার ক্ষুধিত বিষে বন্ধু আণ্ডারগ্রাউণ্ড হলো
আমার ক্ষুধিত বিষে বন্ধু আধা-সন্ন্যাস নিলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুর জামাই মারা গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুর মেয়ে মারা গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধু সন্তানহীন রয়ে গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুদের হার্টফেল হলো
আমার ক্ষুধিত বিষে নকশাল বন্ধুরা খুন হলো
আমার ক্ষুধিত বিষে বন্ধু জলে ডুবে মারা গেলো
আমার ক্ষুধিত বিষে প্রেমিকা আত্মহত্যা করে নিলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা বিদেশে লুকোলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা নেশায় জড়ালো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা বেশ্যার বাবু হলো
আমার ক্ষুধিত বিষে একান্নবর্তী ভেঙে গেলো
আমার ক্ষুধিত বিষে আদিবাড়ি খণ্ডহর হলো
আমার ক্ষুধিত বিষে বাবা-মা-দাদা মারা গেলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা রাজসাক্ষী হলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা মুচলেখা লিখে দিলো
আমার ক্ষুধিত বিষে বন্ধুরা শত্রু হয়ে গেলো
আমার ক্ষুধিত বিষে আমার জীবনবায়ু আছে