মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

পিঠচুলকানি

মহিলা আলোচক বলেছেন, 'পিঠচুলকানি' --
পড়ে, কী বলব, ওনার পিঠটা দেখতে পেলুম,
ওনাকে তো দেখিনি কখনও । উনি কি আমার মায়ের মতন ফর্সা ?
মেজজ্যাঠাইমার মতো যাকে বলে উজ্জ্বল শ্যামবর্ণ ? হলেই বা কালো !
ওনার পিঠে ডান দিকে লাল রঙের আঁচিল আছে ? মায়ের ছিল ।
বড্ডো দেখতে ইচ্ছে করছে আলোচকদিদির পিঠ ; শিরদাঁড়ার দুদিকে
মাংসের ঢেউ নেমে চলে গেছে সামনের দিকে যেদিকটায়
হাত এগিয়ে নিয়ে যাবার জন্যে চুরি করতেই অবন্তিকা বলেছিল
'ওখানটায় তো চুলকোতে বলিনি, মাঝখানে, যেখানে হাত পৌঁছোচ্ছে না
সেখানে' । কিন্তু চুলকোনো ছাড়াও তো হাতের কাজ আছে !
পিঠের ওপরই যদি একটা প্রেমের কবিতা লিখতে শুরু করি
তা কি এগিয়ে যাবে না অন্তমিলের দিকে ? তুই তো আমার মা নোস--
কবিতার আলোচকও নোস যে তাঁর খোলা পিঠে হাত দিয়ে বলব
'ওগো, দাও না, একটু চুলকে দিই তোমার পিঠটা,
মায়ের জন্যে আজকাল বড্ডো মনকেমন করে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন