কাঁদুন
মলয় রায়চৌধুরী
গর্ভের গোলাপি অন্ধকারে ছিলে হাসিমুখে
বেরিয়েই কাঁদতে আরম্ভ করলেন
না কাঁদলে থাবড়ে কাঁদানো হলো আপনাকে
প্রথম আলোয় আপনাকে কাঁদতে হবেই
কেননা আপনি একজন মানুষ
ঘোড়া-গণ্ডার-হাতিও বেরোবার সময়
অতো উঁচু থেকে পড়ে, কিন্তু কাঁদে না
ওদের মা গা-চেটে পরিষ্কার করে দিলে
পড়েই আনন্দে লাফাতে আরম্ভ করে
আলোর গুরুত্ব বুঝেছেন আলোকিত হয়েছেন
তাই আপনি কাঁদুন আর অন্যদের কাঁদান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন