মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

সোমবার, ১৯ জুলাই, ২০২১

কাঁদুন

 


কাঁদুন

মলয় রায়চৌধুরী

গর্ভের গোলাপি অন্ধকারে ছিলে হাসিমুখে

বেরিয়েই কাঁদতে আরম্ভ করলেন

না কাঁদলে থাবড়ে কাঁদানো হলো আপনাকে

প্রথম আলোয় আপনাকে কাঁদতে হবেই

কেননা আপনি একজন মানুষ

ঘোড়া-গণ্ডার-হাতিও বেরোবার সময় 

অতো উঁচু থেকে পড়ে, কিন্তু কাঁদে না

ওদের মা গা-চেটে পরিষ্কার করে দিলে

পড়েই আনন্দে লাফাতে আরম্ভ করে

আলোর গুরুত্ব বুঝেছেন আলোকিত হয়েছেন

তাই আপনি কাঁদুন আর অন্যদের কাঁদান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন