মলয় রায়চৌধুরী
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
তুমি, নীলাকাশ
আমার কলকাতা
বুধবার, ২১ অক্টোবর, ২০২০
বিষাদ
“বিষাদ”
ঠিক কীভাবে যে বিষাদ প্রকাশ করব ভেবে পাচ্ছি না
বিষাদে ভুগছি, বুঝতে পারছি না অন্ত্যমিল দেবো নাকি
মাত্রা গুনে-গুনে লিখতে লিখতে বিষাদকে আনবো ডেকে
পয়ার হলে ভালো হতো বিনয়ের অতিপ্রিয় মিষ্টি পয়ার
তা কি বিষাদে চলবে ? অক্ষরবৃত্ত নাকি মাত্রাবৃত্ত, কোনটা
বিষাদে খাপ খায় ? তার চেয়ে বিষাদকে পুষে রাখি, কেউ
কবিতা চাইলে, রবীন্দ্রনাথের আলখাল্লা পরিয়ে দিয়ে দেবো !
রবিবার, ১১ অক্টোবর, ২০২০
ভালোবাসো
ভালোবাসো
ভালোবাসো ভালোবাসো ভালোবাসো
আমাকে গভীরভাবে ভালোবাসো
আরও আরও বেশি ভালোবাসো
ভালোবাসো ভালোবাসো ভালোবাসো
কিন্তু স্পর্শ কোরো না কখনও কোনোদিন
স্পর্শ করলেই ভালোবাসা সংসারের আবর্তে পড়ে যাবে
স্পর্শ করলেই প্রেম ফাঁসির রশি হয়ে যাবে
তাই শুধু ভালোবাসো গভীরভাবে ভালোবাসো
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)