মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

মাথা কেটে পাঠাচ্ছি, যত্ন করে রেখো

মাথা কেটে পাঠাচ্ছি, যত্ন করে রেখো
মুখ দেখে ভালোবেসে বলেছিলে, "চলুন পালাই"
ভিতু বলে সাহস যোগাতে পারিনি সেদিন, তাই
নিজের মাথা কেটে পাঠালুম, আজকে ভ্যালেনটাইনের দিন
ভালো করে গিফ্টপ্যাক করা আছে, "ভালোবাসি" লেখা কার্ডসহ
সব পাবে যা-যা চেয়েছিলে, ঘাম-লালা-অশ্রুজল, ফাটাফুটো ঠোঁট
তুমি  ঝড় তুলেছিলে, বিদ্যুৎ খেলিয়েছিলে, জাহাজ ডুবিয়েছিলে
তার সব চিহ্ণ পাবে কাটা মাথাটায়, চুলে শ্যাম্পু করে পাঠিয়েছি
উলঙ্গ দেখার আতঙ্কে ভুগতে হবে না
গৌড়ীয় লবণাক্ত লিঙ্গ দেখবার কোনো স্কোপ আর নেই
চোখ খোলা আছে, তোমাকে দেখার জন্য সব সময়, আইড্রপ দিও
গিফ্টপ্যাক আলতো করে খুলো, মুখ হাঁ-করাই আছে
আমার পছন্দের ননভেজ, সন্ধ্যায় সিঙ্গল মল্ট, অবশ্যই খাওয়াতে ভুলো না
মাথাকে কোলেতে রেখে কথা বোলো, গিটার বাজিয়ে গান গেও
ছ'মাস অন্তর ফেশিয়াল করিয়ে দিও, চন্দনের পাউডার মাখিও
ভোরবেলা উঠে আর ঘুমোতে যাবার আগে চুমু খেও ঠোঁটে
রাত হলে দুচোখের পাতা  বন্ধ করে দিও, জানো তো আলোতে ঘুমোতে পারি না
কানে কানে বোলো আজও উন্মাদের মতো ভালোবাসো
মাথা কেটে পাঠালুম, প্রাপ্তি জানিও, মোবাইল নং কার্ডে লেখা আছে

৭টি মন্তব্য:

  1. আপনার কবিতা বরাবরই কিছু পাঠ-সুখ নিয়ে আসে, এমন মুন্সিইয়ানায় লেখা খুব কম কবিকে দেখেছি । যারা সমাজচিন্তক আর মানুষের পাশে থাকতে চান, এই কবিতায় সেই মজা পাবেন না ।

    উত্তরমুছুন
  2. মাথা ও মগজের মাঝবরাবর ফুঁ:

    উত্তরমুছুন
  3. কবিতাটি সম্পূর্ণ ভিন্ন বিষয়ানুভূতিকে আমাদের গোচরে আনে । যে ধরণের অর্থহীন কবিতা বর্তমানে দুই বাঙলায় লেখা হচ্ছে, তা হতে একেবারে পৃথক একটি সৃজনজগতে নিয়ে গেছে এই কবিতা । কবিকে অভিনন্দন ।

    উত্তরমুছুন
  4. অসাধারণ ও তুলনাহীন কবিকল্পনা । প্রকৃত পোস্টমডার্ন কবিতা একেই বলব ।

    উত্তরমুছুন
  5. আমাদের আর কিছু বলার থাকলো না ।আপনি শেষ করে দিয়ে গেলেন ।

    উত্তরমুছুন
  6. এত্ত কিছু করতে হবে জানলে কি আর ভালবাসতুম ছাই!!! হা হা

    উত্তরমুছুন