মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

সেই যে আমার নানা রঙের দিনগুলি

 
 'সি এম জিন্দাবাদ' নিশিডাক ; পিছনে ফিরতেই, চিৎকারকারী
সাবর্ণভিলার ছায়াছ্যাঁদা সিংদরোজার চৌকাঠে
ছোরাটা ঢুকিয়ে দিল খুড়তুতো ভাইয়ের পেটে !
"সি এম ? সি এম ?" গলিটা দৌড়োয় দুদ্দাড়
'না, না, মুখ্যমন্ত্রীর জয় চায়নি গো, পালাও পালাও'

ছলকানো আতঙ্কের ঘড়া ফেলে ন্যাতাদঙ্কা খাওয়া-পরা মাসি
লেংচে ছুটতে গিয়ে খালি পেটে বমি করে তলপেট চেপে
যাবতীয় তত্ত্বের কস্তাপেড়ে থুতু : অস্ত্র কি মিসানথ্রপিস্ট
গামছামুখো ছুরি ছোরা ন্যাপালা ভোজালি বোমা বন্দুক ?

আজকে পেলুম টের ঊর্ধ্বশ্বাস বুক থেকে নয় । চিতাবাঘ গতি
ঘিলুতে জীবাশ্ম সেজে আলোর গণিত নিয়ে টুঁটি টিপে নামে :
'সি এম তো চারু মজুমদার'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন