তুই তো আমার ঘাম জিভ দিয়ে ছুঁয়ে
বলেছিলি অবন্তিকা, 'আহ কি নোনতা
অন্তরতমের প্রাণ পুরুষালি ঘ্রাণ--'
সেইদিন, লক-আপ থেকে আদালতে
হাতে হাতকড়া আর কোমরে দড়ির
ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত খুনিদের
সাথে, রাজপথে সার্কাসপ্রেমীর ভিড়...
বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে
আদালতে রাজসাক্ষী হয়েছিল, তারা
কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে;
তাই বিশ্বাসভঙ্গের প্রশ্ন নেই কোনো
নিমকহারামি বলা চলবে না তাকে !
বলেছিলি অবন্তিকা, 'আহ কি নোনতা
অন্তরতমের প্রাণ পুরুষালি ঘ্রাণ--'
সেইদিন, লক-আপ থেকে আদালতে
হাতে হাতকড়া আর কোমরে দড়ির
ফাঁসে বাঁধা, হেঁটেছি ডাকাত খুনিদের
সাথে, রাজপথে সার্কাসপ্রেমীর ভিড়...
বিশ্বাসঘাতক যারা, আমার বিরুদ্ধে
আদালতে রাজসাক্ষী হয়েছিল, তারা
কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
তো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে;
তাই বিশ্বাসভঙ্গের প্রশ্ন নেই কোনো
নিমকহারামি বলা চলবে না তাকে !
"কাঠগড়া থেকে নেমে বলেছিল, নুন
উত্তরমুছুনতো পায়নি, মিষ্টি ছিল আমার ঘামেতে;" কেমন জানিনা মনে হল ঘেন্না পেতেও যোগ্যতা লাগে। <3
Ei page e amar sabtheke valo laga kobita..
উত্তরমুছুন