মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

৬৫টি হাইকু


অঙ্কের দোষ
সাধক কবিও লেখে
মাত্রা গুনে গুনে

ফেসবুক আছে
অরকুট টুইটার আছে
তবু থাকে একাকীত্ব


ভূমাধ্যাকর্ষণ
আলো ও ক্যালকুলাস---
নারীদেহ ছোঁননি নিউটন
 ৪
বসন্তে মৌমাছি
আফিমের ফুল থেকে
মাদক পেল না

শীতকাল--
কোথায় পোশাক রাখল
স্বপ্নের নগ্ন যুবতী
 ৬
সকলেই জানে টাকমাথা
কবিটি মিথ্যাচারী এবং অসৎ
তাই বলে ওনার গবেষকও

ব্যায়াম ব্রেকফাস্ট ভিড়
অফিস ভিড় বাড়ি টিভি সঙ্গম
মাসে লাখ টাকা

শুধু শোনো
বন্ধ রাখো মুখ
কমরেডগণ

ক্যাটরিনা কাইফ
জানেন সুন্দরী নিজে
চোখের নকল পাতা কেন
 ৯
কটা বেজেছে
জানতে চায় লোকটা
এক মুহূর্ত থেমে যায় পৃথিবী
১০
খরার খেতের মাঠ--
হাজার হাঁ-মুখ খুলে রূপসী বাংলা
নিঃশব্দে হাসছেন অট্টহাসি
১১
মলে ও মার্কেটে
দল বেঁধে ঘোরে যুবতীরা
স্বপ্নে শুধুই একজন
১২
মরা গাছ
নিজেকে নিয়েই সুখী
বৃষ্টি বাদলায়
১৩
সেলফোন--
রঙিন নানান গেমখেলা
বিদেশী নারীর কন্ঠ
১৪
এক দশক বন্দুকে
আঁকাআঁকি কবিতায় আরেকটি
ব্যবসার পাট কবে হবে
১৫
চরসের ধোঁয়া---
স্মৃতি থেকে অতীত ও বর্তমান
মুছে ফেলল কাশ্মিরী বালক
১৬
যে কবিরা
রাজনেতাদের সাথে ঘোরে
সংসারেও রাজনীতি করে
১৭
নগ্ন নারীদেহ
কতবার দেখেছে ফেরারি
ধারাবাহিক হত্যা করে তবু
১৮
শোপ্যাঁ...শোপ্যাঁ...
ডানা বাজাচ্ছে ঝিঁঝিঁ
শ্রাবণ সন্ধ্যায়
১৯
একা থাকে
কথা কইতে চায় না
খারাপ হবে কেন
২০
আওয়াজ...
বাজির আলো
জড়িয়ে ধরার সুযোগ
২১
পাকা বটফল টুপটাপ
মাটি থেকে তুলে নিলেন গৌতমবুদ্ধ
অসুস্থ কাঠবিড়ালি
২২
ওপারে তাজমহল
শাজাহান দেখছেন দূষণে নোংরা মার্বেলপাথর
কালো তাজমহল এলো
২৩
পাক খেয়ে উঠছে শাড়ি
নারী অঙ্গের বাঁকে নেচে উঠছে
মরা পলুপোকা
২৪
চিনিমুখে পিঁপড়েরা
আখগাছের গোড়ায় সুখের বাসা পিঁপড়ের
চাষির কাস্তে
২৫
ঘুণপোকার উন্নতি
ভালো বা খারাপ সময়টা যারই হোক যাই হোক
মহামহিম মহামহিম
২৬
লোডশেডিঙের গ্রীষ্ম
এমনকী দেশি পোষা কুকুররাও ডাকছে
ঝরঝরে তুষার
২৭
পুরুষ শাঁখ: কে বেশি সুন্দরী?
মাদি শাঁখ নাকি শাঁখা-রুলি পরা বউটি!
কলম হারিয়েছে
২৮
বালিতে জুতোর দাগ
বর্ষা এলে বাঁকবদল চায়নি নদী
শরতের খরা
২৯
পথে পায়রার ঝাঁক
থলে থেকে গম উপুড় করে গেছেন ব্যবসায়ী
ভিখারির কাশি
৩০
আমাদের শান্তি....নিকেতন
ফুল ও শাড়ির রঙে বসন্তের নাচ
ওপচানো ট্রেন
৩১
পাতালপুরীতে ফাল্গুন
দরজায় কড়া নাড়ছে মৌরলাঝাঁক
মেয়েটির ভাসমান লাশ
৩৩
যতটুকু ঝুঁকে দেখা
বাতাসে ছড়ানো আকাশ
ল্যাজের রক্তাভ আলো
৩৪
কোমরে হাত মেয়েটি
সম্রাট অশোক কাঁদছেন
কালো ঠান্ডা পাথর
৩৫
মেঠোপথে লাশ
লেবু পাতায় সবুজ টুপটাপ
স্যাঁতসেঁতে ঘাসফড়িং
৩৬
সুন্দরী পাতার রস
রক্তাক্ত হাত ছেলেটির
মৌয়ালিরা ফিরছে মধু নিয়ে
৩৭
শ্মশানে ধোঁয়ার কুন্ডলী
জলে চিংড়ি মাছের ঝাঁক
গৌতমবুদ্ধ হেঁটে গেলেন
৩৮
হাসছে বুড়ো লোকটির ভুঁড়ি
আমের গাছে লাল-হলুদ
কেউ একজন চুমু খেল
৩৯
শিমুলগাছে কোকিলের গান
আঁস্তাকুড়ে ভিড় বাড়ছে
কবিরদাস দোহা গাইতে-গাইতে গেলেন
৪০
বর্ষার প্রথম সকাল
বারান্দায় বাবার চটিজোড়া
ডাকপিওনের হাঁক
৪১
মুম্বাইয়ের তিরিশতলায়
নাকতলার গলি
কুকুরের পেছনে ছোঁড়ারা
৪২
ছাদে কাপড় মেলছে বউটি
দড়িতে ঘুড়ি আটক
দুপুরের গান
৪৩
দ্রুতিমেদুর শ্বেতাঙ্গিনীরা
অকেজো কমপিউটার
মেকানিকের মুঠোয় তিনগুণিতক
৪৪
আকাশে ২৩৮ প্রার্থনায়
পিছলে গেলেন ইষ্টদেবরা
পেট্রলগন্ধী দাউ-দাউ
৪৫
দিশি বন্দুকের ফটকা
আলকুশির রোঁয়া
উড়ছে। গোলা পায়রার ঝাঁক
৪৬
শিশির ভেজা ঘাসে
আজ সবুজ পায়ের দাগ
বৈরাগির দোতারায় সন্ধ্যা
৪৭
খুপরির অন্ধকার দিকটিতে
পিছন ফিরে পূর্ণিমা
ভিখারিণীর নোয়া
৪৮
জ্বলন্ত শহরের ছাইয়ে
গ্রিক সেনাপতি মিনান্ডার। পাটুলিপুত্রে
নাগার্জুন ধুলো মাখছেন
৪৯
কুয়াপুজোয় নাচছে হিজড়েরা
রাধেশ্যাম রাধেশ্যাম
কেঁদে উঠলো নতুন মানুষ
৫০
আঙিনায় থই-থই
ঝলমলে খিচুড়ির অমলতাস
প্রগাঢ় চোখমুখ
৫১
গোধুলি লগ্নের পানের বরজে
অশ্রুসজল রুমাল
বিসমিল্লা খান
৫২
জুজুধান ঝড়ে বনজ
মণিপদ্মে গোণ্ড-মুর্মু-ওঁরাও; উনি
অশথ্থ গাছের তলায় চোখ বুজলেন
৫৩
একটি মৃতদেহ
সিলিং ফ্যান থেকে ঝুলে আছে
পুরুষ মাকড়সা
৫৪
দুরুদুরু শ্মশান
সাজানো কাঠের ওপর চোখ বুজে
ছানাসহ কুকুর
৫৫
শ্রাবণের দ্বৈরথে ফ্ল্যাটবাড়ি
দেড়শো বছর লড়ে পড়ে গেল
পায়রারা পথে
৫৬
চোরেদের স্মৃতি
রবীন্দ্রনাথের চটি রয়েছে শোকেসে
মাপে বড্ডো বড়
৫৭
রক্তাক্ত কৃষক
ঝুঁকে আছে ধানের শীষ
অস্থির মাঠে
৫৮
মহাষ্টমী
গরদ-নোলক গৃহিনী
হাতে ব্ল্যাকবেরি
৫৯
রূপোলি টাকা
সিঁদুর মাখা
বৃষ্টির অপেক্ষায়
৬০
তৃতীয় বউকে নিয়ে
প্রথম ট্রামে
মৌলভি যুবক
৬১
চৈত্রের বাতাস
নিখুঁত চাঞ্চল্য
যুবতীর আঁচলে
৬২
পাকা আম
পাড়তে বারণ করছে
গ্রীষ্মের লুবাতাস
৬৩
সোজা গিয়ে বাঁদিকে
কানা গলির শেষে
প্রেমিকার শ্বশুরবাড়ি
৬৪
মাইকে বলিউডি গান
পোস্টারে মার্কস
বিশ্বকর্মা পুজো
৬৫
ওনার বিড়াল
আমার বাড়ির মাছ
তাঁর আনন্দ



1 টি মন্তব্য:

  1. খুব ভালো লাগলো । আপনার ইমেল আইডি পেলে খুব ভালো হতো । কিছু জানার ছিল।-kashpoet@gmail.com

    উত্তরমুছুন